
রাণীশংকৈলে মায়ের সঙ্গে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সুজন আলী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মায়ের সঙ্গে অভিমান করে ভবানন্দ রায় (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার (২২ জুন) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ভবানন্দ রায় ঐ এলাকার মৃত চৈতু বর্মনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন সকালে ভবানন্দ রায়কে তাঁর মা পারিবারিক বিষয়ে বকাঝকা করলে এতে সে অভিমান করে পরে বাড়ির সকলের অগোচরে নিজ শয়নকক্ষের সড়ের সাথে গামছা গলায় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ভবানন্দ রায়কে দেখতে পেয়ে পরিবারের লোকজন চেঁচামেচি করলে পরে আশেপাশের লোকজন ছুটে এসে ভবানন্দ রায়কে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকার করার অনুমতি দেয়া হয়েছে।