অপরাধ প্রশাসন সারাদেশে

বাঘায় সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ সোমবার ২৩ জুন২০২৫ ইং রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে-সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫ জন। রবিবার ২২জুন রাতে বাঘা থানা পুলিশের পৃথক অভিযানে আসামিদের আকট করতে সক্ষম হয়েছে। ০৪ বছরের সাজাপ্রাপ্ত জিআর (সাজা) ও জিআর (নরমাল) দুটি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মনিগ্রাম ইউপির ভানুকর এলাকার মোঃমুজদার এর ছেলে মোঃ আলমগীর হোসেন @ আরিফুল ইসলাম @ আরিফ। বাঘা পৌরএলাকার চিহ্নিত চোর ও জিআর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী চকছাতারীর মোঃদিলশাদ এর ছেলে মোঃ সোহেল রানা(২৮), চাক নারায়নপুর এলাকার ভরত কুমার সাহার ছেলে শ্রী সোহাগ কুমার সাহা(২৪)কে আটক করে থানায় নেওয়া হয়। গাঁজাসহ বাউসা ইউনিয়ন এলাকার মোঃ জহুরুল ইসলাম এর ছেলে আটক জুয়েল রানা(২৫) কে আটক করা হয়। কাঃবিঃ ১৫১ ধারায় মনিগ্রাম ইউপির এলাকার জানবার আলীর ছেলে আটক মোঃ জাহিদ হাসান। বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আছাদুজ্জামান বলেন,গত রাতে বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ও ২জন চোরসহ ৫জন কে আটক করা হয়েছে।অদ্য ইং-২৩/০৬/২৫ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *