
বাঘায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৪ বোলত ফেন্সিডিলসহ ও ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ আটক ২

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘা উপজেলায় (২৫ জুন) পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আমচত্বর এলাকা থেকে হাফিজুল (৩৮), পিতা- মোঃ আব্দুল ওহাব, সাং- কেশবপুর, থানা- বাঘা, রাজশাহীকে ৩৪ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে। আটক হাফিজুলের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। অপরদিকে, বাঘা থানার W/A তামিল পার্টি পূর্বের জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম হোসেন, পিতা- মোঃ আফসার আলী, সাং- কিশোরপুর, থানা- বাঘা, রাজশাহীকে গ্রেফতার করে। দুইজনকেই আজ বৃহস্পতি (২৬ জুন) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাঘা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। বাঘা থানার ভাটপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) বলেন আইনশৃংখলা রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহতথাকবে।