মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃসাতক্ষীরায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে শহরের ৬টি ক্লিনিকে অভিযান চালিয়ে জনবল সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স নবায়ন না করাসহ অন্যান্য অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে ডা. জয়ন্ত কুমার সরকার উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসাইন সাফায়েত জানান, জেলায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ২২০টি। এর মধ্যে চলতি অর্থবছরে লাইসেন্স নিয়েছে ক্লিনিক ৪টি ও ডায়াগনস্টিক ৯টিসহ মোট ১৩টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। বাকিরা আবেদিত থাকলেও প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সংকট থাকায় লাইসেন্স নবায়ন বা নতুন দেওয়া সম্ভব হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার মঙ্গলবার শহরের শিমুল মেমোরিয়াল ক্লিনিককে ৪ হাজার, স্বপ্ন ক্লিনিককে ৬ হাজার, আল নূর হাসপাতালে ১০ হাজার ও এমআলি পলি ক্লিনিককে ১০ হাজারসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় পূর্বক সার্বিক বিষয়ে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেন কর্তৃপক্ষকে।
সাতক্ষীরা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাংগাঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক জানান, ১৮ সালে অনলাইনের আওতায় আবেদন করেও স্বাস্থ্য বিভাগ ভিজিট না করায় লাইসেন্স নবায়ন নিয়ে নানাবিধও অভিযোগ রয়েছে মালিকদের। যদি কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না দেওয়া যায় সেক্ষেত্রে সেখানে না করে দিলে ঝামেলা মিটে যায়। কিন্তু সিভিল সার্জন অফিস বছরের পর বছর লাইসেন্স দেওয়ার লক্ষ নিয়ে ভিজিট করে না। এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালিয়ে অকারণেই জরিমানা করতে থাকে। অতি দ্রুত জেলার সকল আবেদিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভিজিট পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এমন প্রত্যাশার কথা তিনি জানান