হাবিবুর রহমান,দামুড়হুদাঃদামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মি. সুদীপ্ত কুমার সিংহ সিনিয়র সহকারী সচিব হিসাবে পদন্নোতি পেয়ে রাজশাহীতে যোগদান করছেন। দামুড়হুদা উপজেলা বাসী একজন সৎ যোগ্য ও নিষ্ঠাবান অফিসারকে বিদায় জানাবেন। উপজেলা প্রাঙ্গণে সকলের মুখে একটি কথায় উচ্চারিত হচ্ছে, আমরা আবারও একজন ন্যায় পরায়ন কর্মকর্তাকে হারাচ্ছি। তাকে বিদায় জানাতে হবে, সরকারী কর্মকর্তাদের বদলি একটা চির চায়িত নিয়ম, তার চাকুরী জীবনে ধাপে ধাপে এগিয়ে যেতে প্রমোশন পেতে এটা মানতেই হবে। আমারাও তাই চির চেনা নিয়মেই তাকে অশ্রুসজল চোখে তার উন্নত ভবিষ্যতের জন্য বিদায় জানাবো।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদানের পর থেকেই ভূমি অফিসকে একটি আধুনিক ভূমি অফিসে রূপান্তরিত করেন।
একসময় ভূমি অফিসটি ছিলো খারিজের অপেক্ষামান জায়গা-জমির দলিলের পাহাড়, জটিলতা সেই ভূমি কার্যালয় এখন স্বর্ণালী সফলতার একটি নাম। এখন আর সঠিক জায়গা-জমির খাজনা, খারিজ, ডিসিআর সহ যে কোন কাজে মানুষের ভোগান্তি পোহাতে হয় না। দালাল মুক্ত একটি স্বচ্ছ ও ডিজিটাল (আংশিক) ভূমি অফিস পেয়েছেন দামুড়হুদা উপজেলাবাসী।
এসকল কাজের পেছনে যার সবচেয়ে বড় অবদান তিনি হলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মি.সুদীপ্ত কুমার সিংহ।
গত ২৮/১২/২০২০ ইং তারিখে যোগাযোগ করার পর থেকে সফলতার সাথে ১ বছর ৯ মাস পূর্ণ করলেন। তিনি দামুড়হুদায় যোগদানের পর যখন দ্বিতীয় ধাপে করোনাভাইরাসে আক্রান্তের ঢেউ উঠে, সারাদেশের মতো দামুড়হুদা উপজেলা বাসীকে যখন ভাবিয়ে তুলেছিলো, ঠিক তখনই মানুষের দ্বারে দ্বারে, শহর থেকে গ্রামে সচেনতার বার্তা পৌঁছে দিয়ে হয়েছেন ব্যাপক সমাদৃত।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে তাঁর রয়েছে হাজারো প্রশংসনীয় পদক্ষেপ। তাঁর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সর্ব মহলে প্রশংসিত হয়েছে। তিনি দামুড়হুদায় যোগদানের পর থেকে তাঁর নেতৃত্বে বিভিন্ন স্থানে মাদকাসক্ত ও মাদক পাচারকারী, মাদক কারবারি, ভূমি দস্যু, অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আদায় করা হয়েছে জরিমানা, নেওয়া হয় কঠোর আইনি পদক্ষেপ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দেওয়া হয় জেল ও জরিমানা। সরকারের অনুকূলে রাজস্ব আদায় হয় উল্লেখযোগ্য পরিমাণে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মি. সুদীপ্ত কুমার সিংহ বলেন, আমার উপরে অর্পিত রাষ্ট্রের সকল আদেশ ও দায়িত্ব আমি সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে পালন করে যাবো। আমি আমার কর্মজীবনে যেখানেই থাকিনা কেন, সকলের সাথে মিলে মিশে থাকতে চায়। এবং বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাকে ও একটি ডিজিটাল সোনার বাংলাদেশ গড়তে রাষ্ট্রের দেয়া সকল আদেশ ও নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলতে অঙ্গীকার বদ্ধ। আমি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুধী মহলের সহযোগিতায় দামুড়হুদা উপজেলা ভূমি অফিসকে দাদাল মুক্ত, ভোগান্তি মুক্ত, স্বচ্ছ ও সাচ্ছন্দ্যের ভূমি অফিসের রূপ দিতে নিরলস ভাবে কাজ করেছি, আমি যেখানেই যাই না কেন, দামুড়হুদা উপজেলাবাসীকে ভুলবো না। আমি দামুড়হুদায় যোগদানের পর থেকে সকল কাজে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” ১ম, ২য় এবং ৩য় ধাপে ঘর নির্মানের জায়গা দখল করতে যেয়ে নাস্তিপুর, জুড়ানপুর সহ অনেক গ্রামে জমি নিয়ে সমস্যার সম্মুখীন হলেও সকল বাঁধা পেড়িয়ে সফলতার সঙ্গে কাজ সম্পুর্ণ করেছি। আমি দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন কালে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই উপজেলায় আমার সকল সফলতা ও অর্জন আপনাদের জন্য রেখে গেলাম। আমাকে আশীর্বাদ করবেন।আমি কর্মজীবনে বাংলাদেশের যেখানেই দায়িত্ব পালন করিনা কেন আমি সকল সময় সততা ও নিষ্ঠার সাথেই আমার সকল দায়িত্ব পালন করবো আমৃত্যু।