নয়ন ঘোষ,চাঁপাইনবাবগঞ্জঃচাঁপাইনবাবগঞ্জে আদালতের নির্দেশে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার সকালে আদালত এলাকায় রোড রোলারে পিষে ও আগুনে পুড়িয়ে মাদকগুলো ধ্বংস করা হয়।
ধ্বংস কার্যক্রম তদারকি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুজ্জামান।
কোর্ট ইন্সপেক্টর মালখানা দ্বীন-ই-আলম জানান, ধ্বংসকৃত মাদকের মধ্যে ২৬৯৯ বোতল ফেন্সিডিল, হিরোইন ৫.৫০ গ্রাম ও ২৪ পুড়িয়া, ১২ বোতল চোলাই মদ, ১৮৩ লিটার৪০০মি.লি. খোলা চোলাই মদ, বিদেশী মদ ৪৫ বোতল ও ভারতীয় পাতার বিড়ি ৫৮ হাজার ১৪০ পিস, বিড়ির মসলা ৭৭ কেজি ও বিড়ির লেবেল ৭ কেজি।
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মামলায় জব্দকৃত মাদক ধ্বংসের নির্দেশনা অনুযায়ী এ বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়।