আলফাডাঙ্গা অবৈধ চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস


আরিফুজ্জামান চাকলাদার, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়ন মধুমতী নদীর বাওড়ে অবৈধ চায়না কারেন্ট জাল বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান। অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুন লাগিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।যার আনুমানিক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে গোপালপুর বাওড়ে অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু এবং আলফাডাঙ্গা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান বলেন,উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল স্যারের নির্দেশ মোতাবেক মৎস্যসম্পদ সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে