আইন আদালত

ঈদগাঁওতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য! জমি দখল চেষ্টায় আহত ৩

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁওতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। ৩০ জুলাই বুধবার সকালে ইসলামাবাদের ওয়াহেদর পাড়ায় এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী মোস্তাক আহমদ গং এর ভোগদখলীয় জমির মালিকনা দাবি করে প্রতিপক্ষরা এ হামলা চালায়। আদালতে বিচারাধীন এ মামলায় ২১ জুলাই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত, কক্সবাজার জমিতে প্রবেশে নিষেধাজ্ঞার নির্দেশ দেন। তা সত্ত্বেও প্রতিপক্ষ কর্তৃক ঘেরাবেড়া ভাঙচুর ও অতর্কিত সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম হয় ওয়ারিশী ও ক্রয়সূত্রে জমির প্রকৃত মালিক বয়োবৃদ্ধ মোস্তাক আহমদ, তার ছেলে মোহাম্মদ ফায়সাল ও মেয়ে ফায়েকা জান্নাত। বর্তমানে তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। হামলার শিকার মোহাম্মদ ফায়সাল জানান, হামলায় আমিসহ পরিবারের সদস্যরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছি। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি। এদিকে সংঘটিত ঘটনায় আবারও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সচেতন এলাকাবাসী।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *