জাতীয়

পঞ্চগড়ে বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পঞ্চগড় প্রতিনিধি

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার সরকার। স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগের পঞ্চগড়ের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হরিপদ দেবনাথ। বৃক্ষমেলার অংশ হিসেবে অংশগ্রহণকারী স্টলগুলোর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি তিনটি স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *