বহির্বিশ্বে হাসিনা বিরোধী জনমত যুক্তরাজ্য থেকেই গড়ে উঠেছিল: এম এ মালিক


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের ত্যাগী, জনবান্ধব ও ক্লিন ইমেজের নেতাদের দলীয় মনোনয়ন দেবে বিএনপি। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে দলীয় নির্দেশনা মেনে যারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, তারা মনোনয়নে এগিয়ে থাকবেন। ফেসিস্ট শেখ হাসিনার শাসনের অপকর্ম যুক্তরাজ্য থেকে তুলে ধরার মাধ্যমে বহির্বিশ্বে হাসিনা বিরোধী জনমত গড়ে উঠেছিল উল্লেখ করে তিনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন আমরা ইউরোপ জুড়ে গড়ে তুলেছিলাম। একসময় সেই আন্দোলন সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। ফেসিস্ট হাসিনা যতবারই বিদেশ ভ্রমণে গিয়েছিল ততোবারই আমরা তাকে প্রতিরোধ করেছি। শেষ পর্যন্ত সে আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল কিন্তু আমি তা প্রত্যাক্ষাণ করেছিলাম। এম এ মালিক সিলেট- ৩ আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। মতবিনিময়কালে তিনি ঐক্যে বজায় রেখে ও দলীয় শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন। এছাড়াও যারা দলকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে সুবিধা নিয়েছেন এবং বিতর্কিত ও সুবিধাভোগীদের আগামী নির্বাচনে জায়গা হবে না বলে নেতাকর্মীদের তিনি আশ্বস্ত করেন। মতবিনিময় শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ইকবাল আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, তেতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, জাকির হোসেন, যুবদল নেতা বাদল আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মকবুল মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি রিপন, যুবদলের যুগ্ম আহবায়ক মিজান, বালাগঞ্জ যুবদল নেতা সুহেল তালুকদার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেয়াজ্জেম হোসেন সাহেদ, সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক কাউছার হাবিব, অর্থ সম্পাদক রিপন আহমদ, যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলে সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিঠু, উপজেলা জাসাসের আহবায়ক জামাল আহমদ, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক খলকুর রহমান।