জাতীয়

সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় ঐক্য অপরিহার্য: মাহফুজুর রহমান রিটন

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর সি অ্যান্ড বি মোড়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. মাহফুজুর রহমান রিটন এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান বাঁধন। বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি অপরিহার্য। তারা আরও বলেন, “জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে রাজশাহী যুবদল সাহসিক ভূমিকা রেখেছে। আগামীতেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থাকবে যুবদল।” কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য মো. রেজাউর রহমান রবিন, মো. কাউসার রহমান সাগর, নাজমুছ সাকিব নাঈম, সাব্বির হোসেনসহ ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *