হ্নীলা উম্মে সালমা (রা.) ইসলামিয়া মহিলা মাদ্রাসায় বিশিষ্ট ব্যক্তিবর্গের আগমন


বিশেষ প্রতিবেদক : মুহাম্মদ ওসমান গনি চৌধুরী গতকাল ও আজ হ্নীলা উম্মে সালমা (রা.) ইসলামিয়া মহিলা মাদ্রাসায় আগমন করেন এলাকার তিনজন কৃতিসন্তান ও বিশিষ্ট অতিথিবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন জনাব ড. ফরিদ আহমেদ; পি এইচ ডি গবেষক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মাওলানা এরশাদুর রহমান আল-মাদানি এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর জনাব ফয়সাল আহমেদ—যিনি জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল মনজুর (রহ.)-এর নাতী। মাদ্রাসার পরিচালক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ তাঁদেরকে মাদ্রাসার আঙ্গিনায় ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা মুফতি নুরুল বশর আজিজি। অতিথিবৃন্দ মাদ্রাসার পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা ভবিষ্যতে আরও অগ্রগতি ও সাফল্যের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন এবং মাদ্রাসার পাশে থাকার আশ্বাস দেন