মোঃ সাজ উদ্দিন,সিলেট প্রতিনিধিঃ আগামীকাল ১৭ অক্টোবর সোমবার সিলেট জেলা পরিষদের নির্বাচন। প্রচারণা ও ভোট সংগ্রহে সর্বশেষ চেষ্টা চালিয়েছেন ওয়ার্ডের প্রার্থীরা। পরিবর্তনের গুঞ্জন তেমন বেশি শুনা যাচ্ছে না। সিলেট জেলা পরিষদের ০৯ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসেবে বর্তমান সদস্য মোঃ মুহিবুল হক মুহিব (তালা) তার সাথে মাঠে রয়েছেন নবাগত প্রার্থী মোঃ শাহাজাহান (টিউবওয়েল) এবং মোঃ নুরুল আমিন (অটোরিক্সা) মার্কা নিয়ে।
ওয়ার্ডের ভোটারদের সাথে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভোটার জানান, কর্মদক্ষতায় বর্তমান সদস্য মোঃ মুহিবুল হক মুহিব কে শেষ মুহুর্তে ভোটাররা বেঁচে নিতে পারে। কারণ তিনি ইতোপূর্বে জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে সুনামের সহিত দায়িত্বপালন সহ উপজেলাবাসীর খেদমত করেছেন। এছাড়া গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জেলা পরিষদের ০৯ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তার একটা ভালো ইমেজ তৈরি হয়েছে। এছাড়া ব্যক্তি হিসেবে মুহিবুল হক মুহিব-এর এই ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি পুনরায় নির্বাচিত হলে ওয়ার্ডের আরও উন্নয়ন কর্মকান্ড বৃদ্ধি পাবে। এছাড়াও একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার রয়েছে বিচক্ষণ চিন্তা-চেতনা সেক্ষেত্রে ০৯ নং ওয়ার্ডে হয়ত শেষ হাসিটাই তিনি হাসতে পারেন বলে ধারণা করা যাচ্ছে।
তারা আরও বলেন, অপর দুই প্রার্থী শাহাজাহান ও নুরুল আমিন ইতোপূর্বে কোন ইউনিয়ন পরিষদ কিংবা অন্য কোন নির্বাচনে সদস্য হিসেবে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে কাজ করার অভিজ্ঞতা নেই। তারপরও ব্যক্তি ও পারিবারিক ইমেজের দিক হতে অপর দুই প্রার্থীরা প্রচার প্রচারণায় মাঠে সরব রয়েছেন। তবে প্রচার প্রচারণায় তিন প্রার্থীই সমান তালেই এগিয়ে রয়েছেন। এজন্য ভোটার, পর্যবেক্ষক ও সুশিল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মনে করছে সুষ্ট সুন্দরভাবে নির্বাচন হবে। কিন্তু সিলেট জেলা পরিষদ নির্বাচনের ভোটারা অনেক গভীর জলের মাছ। কারণ তারা সাধারণ কোন ভোটার নয়। তাই ভোটের মাধ্যমে ভোটারা তাদের উন্নয়নের সহযাত্রী হিসেবে নির্ধারণ করবে।
উল্লেখ্য সিলেট জেলা পরিষদের ০৯ নং ওয়ার্ডের জৈন্তাপুর উপজেলা পরিষদ, নিজপাট, জৈন্তাপুর, দরবস্ত, চারিকাটা, ফতেপুর, চিকনাগুল, বড়চতুল, লক্ষীপ্রসাদ পশ্চিম, খাদিমপাড়া ও সিলেট সদর ইউনিয়ন নিয়ে ওয়ার্ড গঠিত।