হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুস সালাম। আগামী পরিষদের দ্বায়িত্ব নিতে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন সাধারণ সদস্য পদে তিন জন। সংরক্ষিত আসনে দুই প্রার্থী।
আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ভোট গণনা শেষে বেসরকারি বিজয়ী ঘোষনা করা হয়।
সংরক্ষিত মহিলা মেম্বর পদে ১নং ওয়ার্ডে (মেহেরপুর-মুজিবনগর) শামীম আরা হিরা বিজয়ী হয়েছেন। সংরক্ষিত ২নং ওয়ার্ডে (গাংনী) বিনাপ্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছেন শাহানা ইসলাম শান্তনা।
সাধারণ ওয়ার্ডে মেম্বর পদে ১নং ওয়ার্ডে (মুজিবনগর) আজিমুল বারী, ২নং ওয়ার্ডে (মেহেরপুর সদর) ইমতিয়াজ হোসেন মিরন এবং ৩নং ওয়ার্ডে (গাংনী) মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
মেহেরপুর জেলার ২০টি ইউনিয়ন, ২টি পৌরসভা ও ৩টি উপজেলা পরিষদ মিলে মোট ভোটারের সংখ্যা ২৯৫ জন। এর মধ্যে দুই জন ভোটার মৃত্যুবরণ করেছেন। শতভাগ ভোট পোল হলেও সদরে চেয়ারম্যান পদে ২টি ভোট বাতিল হয়েছে।
অবাধ, সুষ্ঠ’ ও নিরপেক্ষ পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।