সুনামগঞ্জ প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ধরপাকর, মিথ্যা মামলা,গ্রেফতার,জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরন,পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে- সুনামগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বি এনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বি এনপির সহঃ সভাপতি আবুল কালাম, জেলা বিএনপির সহঃসভাপতি নাদের আহমেদ,জেলা বি এনপির সহঃ সাধারন সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব জুনাব আলী, জেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার গন মানুষের নেতা আগামী দিনে সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার একমাত্র কান্ডারী বি এনপির সাংসদ সদস্য প্রার্থী হাওর এলাকার প্রান পুরুষ জনাব কামরুজ্জামান কামরুল,জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল, জেলা যুবদল সভাপতি আবুল মনসুর শওকত,সাধারন সম্পাদক কয়েছ সহ বি এনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার গণমানুষের নেতা আগামী দিনে সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার কর্নদার জেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেন সরকার আজ দিশেহারা হয়ে বি এনপির নেতা কর্মীদের উপর হামলা মামলা নির্যাতন করছে, যত হামলা মামলা করুক না কেন আমরা জিয়ার সৈনিকরা রাজপথ ছেড়ে যাব না,প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব তবুও রাজপথ ছেড়ে যাব না যতদিন না এই সরকারের পতন হয়েছে।
জেলা বি এনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন সরকারের পায়ের নিছের মাঠি সরে গেছে তাই অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়ে মনে করছে বি এনপির নেতা কর্মীদের দাবিয়ে রাখতে পারবে,কিন্তুু সরকারকে হুশিয়ার করে বলতে চাই অার অত্যাচার করে বি এনপির নেতা কর্মীদের দাবিয়ে রাখা যাবেনা সরকার পতনের সময় অতি সন্নিকটে,সকল স্তরের নেতা কর্মীরা আন্দোলনের জন্য প্রস্তুুত থাকুন যখনি ঢাক আসবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়ব।