স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ বিএনপির খুলনা বিভাগীয় গন সমাবেশ ২২ অক্টোবর
সফল করতে দাকোপ উপজেলায় নেতা কর্মিদের শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা বিএনপি ও তার অংগ সংগঠন এর নেতৃবৃন্দ দাকোপের ৮ নং বাজুয়া ইউনিয়ন বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি, এস, এম, শামীম, জুলফিকার আলী জুলুর নেতৃত্বে আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গন-সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা, শুভেচ্ছা মিছিল সহ বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরন করেছেন। আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গন-সমাবেশ সফল করতে এলাকার সাধারণ জনগনদের উদ্দদ্ভদ করা সহ ব্যাপক গণসংযগ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দলের নেতৃবিন্দু
মফিজুল শেখ, আরিফ শেখ, মামুন শেখ, রফিকুল শেখ, বনি মল্লিক, এনামুল মির্জা, ইমরান শেখ বাচ্চু, দাউদ বিশ্বাস, ইমরান শেখ, শিমুল শেখ, রব হাওলাদার, ইকলাস,আসলাম,উবাইদুলা,মহিববুলা,নূর মোহাম্মদ, বারিউল, কারিমুল প্রমুখ।
সর্ম্পকিত খবর সমূহ.
January 4, 2025