অপরাধ

নেশার টাকা যোগাতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

পুঠিয়া প্রতিনিধি: মো:কালু মিজান নেশার টাকা যোগাতে ডাব চুরি করতে এসে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু ঘটনা ঘটে রাজশাহীর পুঠিয়া উপজেলা পৌরসভা গ্রাম ঝলমলিয়া এলাকায়। স্থানীয় ব্যক্তিরা ছেলেটি পরিচয় নিশ্চিত করে বলেন তার নাম কাজল হোসেন (২৭), পিতা কামাল হোসেন, গ্রাম ঝলমলিয়া এলাকায় ছেলে। ৪ আগস্ট ভোর সাড়ে ৫ টায় সময় এই ঘটনা জানতে পেরে স্থানীয় লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়, এই ছেলেটির দীর্ঘদিন যাবত মাদকাসক্ত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের গাছ থেকে নারিকেল নামিয়ে করে বিক্রি করে মাদক সেবন করত। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে সেই সুবাদে জেলা পরিষদের ঝলমলিয়া ডাক বাংলাতে ডাব চুরির উদ্দেশ্যে এসেছিল। গাছটি অতিরিক্ত পিছলা থাকার কারণে হয়তো বা সে গাছ থেকে পড়ে মারা গেছে বলে আমরা সাধারণ মানুষ মনে করি। মাবিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, আমরা ডায়াবেটিস জনিত রোগের জন্য প্রতিদিন সকালে আমি রাস্তা দিয়ে হাটা-হাটি করি। আজকে ঝলমলিয়া হাটবার সেই জন্য আমি রাস্তাতে না হাটা-হাটিকরে ডাকবাংলার ভিতরে হাঁটার সময় লক্ষ্য করে দেখি একজন লোক পড়ে আছে কাছের । প্রথমে ভেবেছিলাম হয়তোবা পাগল হবে । আমি আবার হাঁটা শুরু করি। কিছুক্ষণ পরে ভালো করে লক্ষ্য করে দেখি তার পেটে কোন নিঃশ্বাসের পেটের উচু নিচু নমুনা দেখা যাচ্ছে না। সেই সময় আমি ডাকবাংলো কেয়ারটেকারকে ডেকে এনে দেখায়। ঝলমলিয়া ডাকবাংলোর কেয়ার টেকার মোঃ আক্কাস আলী বলেন, এই ডাকবাংলোয় চারে দিকে উন্মুক্ত যে কোন সময় মানুষ আসতে যেতে পারে দিন রাত। ঘটনা রাতে আমি রাতে ঘুমিয়ে ছিলাম গাছ থেকে পড়ার কোন শব্দ পাইনি। ভোর সাড়ে ৫ টার সময় মাবিয়া নামের একজন আমাকে ডেকে বলে আমি এসে দেখি একজন মরেপড়ে আছে। পরে আমি আমার উদ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করি। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়। পুঠিয়া থানা (ওসি) কবির হোসেন বলেন,আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ডাব গাছে থেকে মৃত্যু ঘটনা ঘটেছে।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *