জাতীয়

ইসলামী ঐক্যজোট ঢাকা বিভাগের প্রার্থী বাছাই শুরু

মুহাম্মদ ওসমান গনি চৌধুরী : বিশেষ প্রতিনিধি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিভাগের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী ঐক্যজোট ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও থানা কমিটির তৃণমূল নেতা ও কর্মীদের সাথে মত বিনিময় ও আলোচনা সাপেক্ষে গ্রহণযোগ্য প্রার্থী বাছাই ও নির্বাচনী তালিকা প্রস্তুত করা হচ্ছে। ইসলামী মূল্যবোধের প্রতি আস্থাশীল,জনপ্রিয়, এবং জনসেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব বিভাগের সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে দলীয় শৃঙ্খলা মেনে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে যাচাই-বাছাই শুরু হয়েছে। ইসলামী ঐক্যজোটের নেতাকর্মী ও মূল্যবোধে বিশ্বাসী এবং ইসলামী ঐক্যজোটের প্রতি আস্থাশীল ব্যক্তিদের নির্বাচিত করার আলাপ আলোচনা চলছে। জরিপের ভিত্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে ঢাকা বিভাগের সকল তৃণমূলের নেতাকর্মী দের আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রার্থী তালিকা বাছাই করে কেন্দ্রীয় অফিসে জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। ঢাকা বিভাগীয় ও কেন্দ্রীয় অফিস =ইসলামীঐক্যজোট, লালবাগ গার্ডেন ৫/এ কাজী রিয়াজ উদ্দিন রোড লালবাগ ঢাকা ১২১১

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *