নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারহাল ইউনিয়নকে প্রস্তাবিত চারখাই থানার অন্তর্ভুক্ত না করার দাবিতে জন্মভূমির টানে লন্ডনে বসবাসরত বারহালের সচেতন নাগরিকবৃন্দের এক প্রতিনিধি দল গত ১৯ অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ হাই কমিশনার জনাব সাদিয়া মুনা তাসনিম বরাবর স্মারক লিপি প্রদান করেন।এ সময় তারা চারখাই থানার অন্তর্ভুক্ত হলে কি কি সমস্যা হতে পারে তা তুলে ধরেন।তাছাড়া শতাধিক বছরের ঐতিহ্যে লালিত জনপদ বারহালের বহু কীর্তিমান পুরুষের অর্জিত সেই সুনাম আর সম্মানটুকু নিয়ে জকিগঞ্জ থানার পরিচয়ে পরিচিত থাকার গর্বে গর্বিত হতে চান বলে হাইকমিশনার কে বলেন। এ সময় হাইকমিশনার আসস্থ করেন যে তার পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষ-কে বিষয়টি অবহিত করবেন।স্মারক লিপি প্রদানকালে মান্যবর হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের মাননীয় ডেপুটি হাই কমিশনার জনাব এ এফ এম জাহিদুল ইসলাম, হাই কমিশনের কাউন্সিলর পলিটিক্স দেওয়ান মাহমুদ। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ উদ্দিন ,চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব জুবের আহমদ লস্কর,
কাওসার আহমদ চৌধুরী,
জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সহ- সভাপতি জনাব এ.সি. আজাদ চৌধুরী, জোবায়ের আহমদ তাপাদার জীবন, এ কে আজাদ তাপাদার লিটু, দেলোয়ার হোসেন, নাঈম আহমদ, ইসফাক চৌধুরী জাকি ও তরুন প্রজন্মের প্রতিনিধি আমিরা চৌধুরী প্রমূখ।