এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জান্নাতুল ফেরদৌস দীপার পিএইচ ডি ডিগ্রি অর্জন তাঁর গবেষণার বিষয়ঃ কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন ও মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.সরকার সুজিতকুমার এর অধীনে গবেষণাকর্মটি সম্পন্ন করেন। এর আগে তিনি প্রফেসর ড.শেখ আতাউর রহমানের অধীনে এম ফিল ডিগ্রি অর্জন করেন। তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার ৬নংওয়ার্ড ঝিলপাড়া নিবাসী,শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক গোলাম রব্বানী মিঠু’র সহধর্মিনী।তিনি বাঘা শাহদৌলা সরকারি কলেজ, রাজশাহী তে বাংলা বিষয়ের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।জান্নাতুল ফেরদৌস দীপা,বাঘা শাহদৌলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম তফির উদ্দীন ও সমাজ সেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারি পরিচালক বেগম হোসনে আরা’ র জ্যেষ্ঠকন্যা। তিনি সকলের কাছে দোয়া প্রত্যাশী।জান্নাতুল ফেরদৌস দীপার পিএইচডি ডিগ্রি অর্জন করায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।