মোঃ মজিবর রহমান শেখঃ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের একটি গ্রামে তেরো বছরের কিশোর জটিল একটি রোগে ভুগছে। জন্মের তিন মাস পর থেকে হাত-পায়ে শেকড় মতো গজানোর মতো বিরল এক জেনেটিক রোগে ভুগছিল রিপন দাস। যেটি পরবর্তীতে ট্রি-ম্যান বা ‘বৃক্ষ মানব’ সিনড্রোম বলে শনাক্ত করেন চিকিৎসকরা। এর আগে, ২০১৬ ও ২০১৭ সালে বিরল ‘বৃক্ষ মানব’ ও ‘বৃক্ষ-মানবী’ হিসেবে আবুল বাজানদার ও সাহানা খাতুন ব্যাপক আলোচনায় এসেছিলেন।
তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। রিপন দাসও ২০১৮ সালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছিল। স্কুলে পড়াশুনা করতো। কিন্তু গত দুইমাস ধরে আরেক জটিল সমস্যায় পড়েছে কিশোর রিপন। তার পুরো শরীর হঠাৎ কালো হয়ে গিয়েছে ।