এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এবং উন্নয়নমূলক কর্মকান্ডে অগ্রগতি দেখে ও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টি সহ বিভিন্ন দল থেকে অনেক নেতাকর্মী ইতিমধ্যে আওয়ামীলীগে যোগদান করেছেন।
তিনি দেশের উন্নয়নকে অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রফিকুল ইসলাম প্রধানের সভাপতিত্বে গত রবিবার হলদিয়া ইউপি পরিষদ চত্বরে বিভিন্ন দল থেকে যোগদান অনুষ্ঠানে গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি) শূন্য আসনে উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রাথী সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, আওয়ামীগে যোগদানকৃত নেতা আইয়ুব হোসেন মন্ডল, হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল,সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান, জুমারবাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, কামালের পাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু, শালমারা ইউপি চেয়াম্যান আনিসুর রহমান আনিস, আওয়ামীলীগ নেতা রোস্তম আলী ও রানু মিয়া প্রমুখ। আলোচনার পূর্বে দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেন জাতীয় পার্টির নেতা আইয়ুব হোসেন মন্ডল।