সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা ৯নং ওয়ার্ডে কলেজ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন গ্রামীন ব্যাংকের পার্শ্বের ঘরে ১৫নভেম্বর মঙ্গলবার দুপুরে হানিফের রান্নাঘরের চুলা থেকে ভয়াবহ আগুন লেগে ৮টি শোয়ার ঘর ১টি রান্নাঘর ও যাবতীয় আসবাপত্র সহ প্রায় ৪লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এসময় খবর পেয়ে রানীশংকৈল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট রাস্তা থেকে ফিরে যায়। রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার নাসিম ইকবাল জানায় ক্ষয়-ক্ষতি প্রায় ৪লক্ষাধিক হতে পারে। ঘর মালিক আইনুল হক বলেন- আমার প্রায় ৪লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ভাড়াটিয়া আঁখি আক্তারের বেশি ক্ষতি হয়।
রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর পরির্দশনে গিয়ে শান্তনা দিয়ে বলেন- আপনাদের সহায়তার জন্য আমরা চেষ্টা করছি। রাণীশংকৈল ইউএনও’ সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানায়-ক্ষতি গ্রস্থদের আবেদন করতে বলেছি যত দ্রুত পারি তাদের জন্য সহয়তা করবো।