এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারায় স্থানীয় যুব সমাজের উদ্যোদে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় শালমারা পুরাতন ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
আলোচনা সভার শুরুতেই সাবেক জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মরহুম মোহাম্মদ হোসেন ফুকু ও ১৭৭১ এর মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে অধ্যক্ষ আবুল কালাম আজাদ তার বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন বিষয় তুলে ধরে আগামীতে নৌকা প্রতীকের বিজয় কামনা করেন। তিনি আরও জানান, ১৯৭১ সালের ১২ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত হয়। এর চারদিন পর ১৬ ডিসেম্বর মহান বিজয় অর্জিত হয়। বিজয়ের এই মাসে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে আসার আহ্বান জানান।
শালমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও রাসেল মোশাররফ শিপলুর আহ্বানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মানজুদুর রহমান লাভলু, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল,কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি,কোচাশহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বনী,শালমারা ইউপি স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিলন আহমেদ , যুবলীগ নেতা ও রচিক শ্রমিক নেতা ফারুক হোসেন ফটু, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান রতন, শালমারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ সুমন, বীরমুক্তিযোদ্ধা ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াহেদ আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য আলী আযম রুবেল, ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আলী,সদস্য আনিছুর রহমান প্রমুখ।