এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবাান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তিন ইউনিয়নে পাঁচটি সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৪ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি’র বাস্তবায়নে সেতুগুলি নির্মিত হচ্ছে। শনিবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী পৃথক অনুষ্ঠানের মাধ্যেমে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী সেতুগুলি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু,গাইবান্ধা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম,গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান, মহিমাগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক প্রমুখ।