বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেছেন, চারিকাটা ইউনিয়নের শিক্ষা বিস্তর,গ্রামীণ অবকাঠামোগত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অত্র ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। ইতোমধ্যে বহু গ্রামীণ রাস্তাঘাটের মাটি ভরাট কাজ সহ চতুল-লালাখাল সড়কের অসম্পন্ন অংশ পাকাকরণ কাজ শুরু হয়েছে। লালাখাল বটতলা বাজার হয়ে চতুল রাস্তার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। তিনি চারিকাটা বাসির উন্নয়নে সবাই-কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
গত ১৪ জানুয়ারী শনিবার বিকেলে চারিকাটা ইউনিয়নে স্থানীয় নয়াখেল পূর্ব আলীবাড়ি নিউ স্পোটিং ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ এবং সিলেট জেলা পরিষদ সদস্য মো: শাহজাহান আহমদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বি আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, ইউপি সদস্য আবুল হাসনাত, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন হক বাবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নয়াখেল পূর্ব আলীবাড়ি নিউ স্পোটিং ক্লাবের সভাপতি ইকবাল হোসেন।
সাধারণ সম্পাদক হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবনেতা নূরুল হক সহ ক্লাবের সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগন।