রিয়াজুল ইসলাম রিয়াজ,জেলা প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ক্যাম্পাসের টিচার্স পয়েন্টে বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে স্থানীয় হত দরিদ্র ও শীতার্তদের মাঝে বুধবার দুপুরে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশীদ। একই বিভাগের শিক্ষার্থী ক্লাবের সদস্য তামান্না সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল (অব.) বলেন, ‘সামাজিক দায়বব্ধতার অংশ হিসেবে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’আগামীতে এই অনুষ্ঠান শীতের শুরুতে আয়োজনের আহবান জানান। কম্বলের সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ অনুষ্ঠান আয়োজনের জন্য বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিনগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা,স্বেচ্ছাসেবক,বিএনসিসির সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ। উল্লেখ্য এ ক্লাবের উদ্যোগে স্থানীয় হত দরিদ্র ও শীতার্তদের ৫০০টি কম্বল বিতরণ করা হয়।