মোঃ আসাদুজ্জামান আপেল,পঞ্চগড় প্রতিনিধিঃ জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার এই স্লোগানে পঞ্চগড়ে ২০২২ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল প্রধানের আয়োজনে ইউনিয়নের সকল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামাণিক, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাফফাত বিন শাহ, টুনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, কামাতকুঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন, ইউপি সচিব খলিলুর রহমান মামুন সহ অনেকে। অনুষ্ঠানে ২৪ জন কৃতি শিক্ষার্থীকে বই ও ক্রেস্ট প্রদান করা হয়।