রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ,নারায়ণগঞ্জঃ ২৩শে জানুয়ারি সোমবার বিকেলে সোনারগাঁ পৌরসভার মাঠ প্রাঙ্গনে পৌরসভা আওয়ামীলীগ এর কর্মী সন্মেলন অনুষ্ঠীত হয়।
উক্ত কর্মী সম্মেলনে সোনাপগাঁ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটর সাবেক সদস্য আলহাজ্ব দ্বীন ইসলাম প্রায় ৩০০ নেতা কর্মী নিয়ে উপস্থিত হয়ে সবাই কে তাক লাগিয়ে দেন। তিনি সাংবাদিকদের জানান, সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে তিনি তার রাজনৈতিক সিভি সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি বরাবর পেশ করবেন এবং তিনি আশাবাদী যে, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটিতে যারা অধিষ্ট আছেন তারা তাকে তার রাজনৈতিক সিভির আলোকে তাকে সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে রেখে পৌর আওমীলীগ কে শক্তিশালী করার সুযোগ করে দিবেন।
সোনারগাঁ আওয়ামীলীগকে সুসংগঠীত করার লক্ষ্যে গত ২৮শে ডিসেম্বর থেকে সোনারগাঁয়ে ১০টি ইউনিয়ন ১টি পৌরসভায় এই কর্মী সন্মেলনের আয়োজন করা হয়েছে।তাই প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে জয়ী করার আশ্বাস দিয়েছেন।
এসময় সোনারগাঁ পৌরসভার আলহাজ্ব তৈয়মুর রহমান এর সভাপতিত্বে গাজী আমজাদ হোসেন ও মামুন আল ইসমাইলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও সোনারগাঁ -৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,
উক্ত কর্মী সভার সমন্বায়ক ছিলেন বাংলাদের যুব মহীলা লীগের সদ্য সাবেক সাংগনিক সম্পাদক ও সোনারগাঁ পৌর সভার মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা, আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ সোনারগাঁ উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুবলীগ সাধারন সম্পাদক আলী হায়দার,পৌরসভার মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন,পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ ছগির আহম্মেদ,মেয়র পদপ্রার্থী গাজী মজীবুর রহমান,মেয়র পদপ্রার্থী এডভোকেট ফজলে রাব্বি,মেয়র পদপ্রার্থী ফারুক ভূইয়া,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমানগণি ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ।