মোঃ মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার অনামিকা নজরুল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা কানিজ মারজিয়া শায়লার সার্বিক পরিচালনায় ও মহিলা বিষয়ক অফিসের মোঃ শাহে আলম’র সহযোগিতায় সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামান মিলন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সচিবগণ, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কিশোর কিশোরীদের সংগীত চর্চা সহ প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।