নয়ন ঘোষ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ৯ই ফেব্রুয়ারি ২০২৩ বিকেল ৩টায় পশ্চিমবঙ্গের মালদার মহদীপুর বিএসএফ ক্যাম্পে সোনামসজিদ- মহদিপুর ইমিগ্রেশন চালু, জিরো পয়েন্টে আমদানি ও রপ্তানিকারকদের মিট টাইম চালু, দুই দেশের আমদানি রপ্তানি ব্যবসার সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারি হাইকমিশনার রাজশাহী শ্রী মনোজ কুমার, মালদার ডিএম পুলিশ সুপার, কাস্টম কর্মকর্তা, মালদা চেম্বার এর সভাপতি ও সাধারণ সম্পাদক, মহদীপুর রপ্তানিকারক নেতৃবৃন্দ, সোনামসজিদ এর কাস্টম কর্মকর্তা, আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি কবিরুল রহমান খান, সিএনএফ এর সাবেক সভাপতি ও চেম্বারে পরিচালক আলহাজ আব্দুল আওয়াল, সোনামসজিদ সিএনএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পানামা পোর্ট এর প্রতিনিধি প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এর সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, চলতি মাসেই ইমিগ্রেশন চালু হওয়ার বিষয়ে দুই দেশের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এর সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক আব্দুল ওয়াহেদ।