এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ ১০ দফা দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে রাজাহার ইউনিয়ন বিএনপির আয়োজনে বানেশ্ব বাজারে নেতা কর্মীরা জরো হয়। পরে ইউনিয়ন আওয়ামীলীগের বাধার মুখে পরে নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে ১০ দফা দাবিতে বাধা অতিক্রম করে বানেশ্বর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির নেতাকর্মীরা।
এসময় জেলা বিএনপির উপদেষ্টা এ্যাডঃ ওবায়দুল হক সরকার বাবলু, রাজারহার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মান্নান মহলদার সাবেক সভাপতি ফারুক আহমেদ , সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম,যুবদল সভাপতি ময়নুল ইসলাম,ছাত্রদল সভাপতি নাইম, সাবেক ছাত্রদল সভাপতি/সম্পাদক আবু বক্কর সিদ্দিক,ডিপটি মোহেনুর রহমান, বিএনপি নেতা,আব্দুল লতিফ,বেলাল,তারিক মোহলদার, আনছার,নুরুল,পিচ্চি ফারুক,একই সময়ে কামদিয়া,শাখাহার,রাজাহার,সাপমারা,কাটাবাড়ী,গুমানীগঞ্জ, কামারদহ,ফুলবাড়ী, রাখালবুরুজ,মহিমাগঞ্জসহ মোট ১৭ টি ইউনিয়নে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ওবায়দুল হক সরকার, বাবলু জানান,শান্তিপূর্ণভাবে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে তবে পুলিশের বাঁধা বিভিন্ন জায়গায় ছিল।