মোঃ শাহীন সোহাগ,দৌলতখান উপজেলা প্রতিনিধি, ভোলাঃ ভোলার দৌলতখানের উপশহর বাংলাবাজারে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদাররা লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদার কল্যান সমিতি সোমবার সকাল এগারোটায় বাংলাবাজারে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে । এ সময় কল্যান সমিতির যুগ্ম আহবায়ক মো: মোর্শেদ আলম বলেন, ২০১৭ সালে দেশের প্রায় সাড়ে ৩ হাজার মিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রকল্পের প্রধান প্রকৌশলী কুমার চন্দ্র মন্ডল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পে কাজ করার অনুমোদন দেয়া হয়। সেই থেকে মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো মাননীয় প্রধানমন্ত্রীর শতভাগ বিদ্যুৎ বাস্তবায়ন প্রকল্প সফল করতে দুর্গম অঞ্চলসহ গ্রামগঞ্জে কাজ করে আসছে। কিন্তু রহস্যজনক কারণে কয়েকটি বৃহৎ ঠিকাদারী প্রতিষ্ঠানকে লাভবান করতে গত ৩১ জানুয়ারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক চিঠির মাধ্যমে সারা দেশের সাড়ে ৩ হাজার মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হয়। মানববন্ধনে দাবি করা হয় মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর অনুমোদন বাতিল করা হলে এসব প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সাড়ে ৩ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে । তা ছাড়া সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে । মানববন্ধনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এ অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার দাবি করা হয় ।