স্টাফ রিপোর্টারঃ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভোলার বোরহানউদ্দিন উপজেলা কেন্দ্রিয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করলে ভারতীয় নাগরিক ও ভোলা নতুন বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক অলোক চ্যাটার্জি । ভারতীয় নাগরিকের বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও সম্মান উপস্থিত জনতার মধ্যে অনেকটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । উপস্থিত সকলে তার এ সম্মান প্রদর্শনকে স্বাগত জানান । অলোক চ্যাটার্জি বলেন, পৃথিবীতে মনে হয় একমাত্র বাঙালি জাতীই ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে নিজের মাতৃ ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন । তিনি আরো বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালিকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহীয়ান। ভাষা আন্দোলনের পথ ধরেই এসেছে স্বাধীনতার চেতনা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতা জুলফিকার আলী বলেন, সত্যিই যখন পরদেশি কোন লোক আমাদের মাতৃ ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন তখন গর্বে বুকটা ভরে যায় । এ সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহি অফিসার নওরিন হক, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।