মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে স্মাট লাইভস্টক,স্মাট বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি পালিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে বোরহানউদ্দিন উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বোরহানউদ্দিন তাকওয়া মাদ্রাসায় এ কর্মসূচি পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কে.এম.আসাদুজ্জামান। তিনি ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্য গঠনমূলক বিভিন্ন বক্তব্য রাখেন।
এসময় উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাকওয়া মাদ্রাসার প্রায় ৬৫০ জন্য শিক্ষার্থীকে (সিদ্ধ) মুরগীর ডিম খাওয়ানো হয়।
এদিকে এমন আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও তাকওয়ার মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
সর্ম্পকিত খবর সমূহ.
December 28, 2024