স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপের সেরা স্কুল চিলড্রেন পার্ক-প্রিক্যাডেট স্কুলের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্কুলের পরিচালক সাগর সেনের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মনমুগ্ধকর আবৃতি, সঙ্গীত ও নৃত্য
পরিবেশনের মাধ্যমে স্কুল পরিবারের সকল অভিভাবকদের ও অতিথিদের মুগ্ধ করে তোলে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দাকোপ উপজেলার সুযোগ্য প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব সূরাইয়া সিদ্দীকা,দাকোপ থানা পুলিশের উপ- পরিদর্শক সুশান্ত কুমার পাল,উপ -পরিদর্শক বিজয় কর্মকার , উপ -পরিদর্শক মিন্টু বিশ্বাস,ডি এস বির উপ-পরিদর্শক জুয়েল ইউসুফ খোনা কেবি সর: প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক টিটো , সহকারী শিক্ষক পল্লব কুমার বিশ্বাস সহ আরো অনেকেই।