মাসুম বিল্লাহ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ)সকাল ১০ টায় মেলার উদ্বোধন করেন বগুড়া ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান পিএএ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ ফারজানা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, সৈয়দ শামীম ইফতেখার, বদরুল ইসলাম পোদ্দার ববি প্রমুখ উপস্থিত ছিলেন।