হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন। তিনি নৌকা প্রতীকে ১২ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯২৪ ভোট।
বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। কোনও ধরনের অনিয়মের অভিযোগ এবং অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়াই স্বাভাবিক পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ জানুয়ারি আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়। আমদাহ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটার ২৫ হাজার ৪০ জন। নির্বাচনে কেন্দ্রভিত্তিক ফলাফল, আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৪৭৩, আনারস ২৭, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১১৩৪, আনারস ৯৯৯, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১০৬১, আনারস ৭১৯, চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৬৭৯, আনারস ৪৭৩, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৬২০, আনারস ৫৫১, আশরাফপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১১১৭, আনারস ১০২৯, আশরাফপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৭৫৪, আনারস ১২৮০, খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৪৬৬, আনারস ৬২০, ট্যাংরামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৪৭৩, আনারস ৩৭৫।
প্রসঙ্গত গত ২০১১ সালের ৯ জুন আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। একই বছরের ২৮ জুলাই ওই নির্বাচনে বিজয়ী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ২০১৬ সালের ২৭ জুলাই এ পরিষদের মেয়াদ শেষ হয়। ওই সময় দেশের অন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হলেও সীমানা জটিলতা দেখিয়ে মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন। পরে সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে ২০১৭ সালের ২৫ ও ২৩ এপ্রিল আমদহ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন হলেও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন তখন স্থগিত করা হয়।