মোঃ খলিলুর রহহমান,সাতক্ষীরাঃ কৃষি বৈচিত্র্য ডকুমেন্টরি নির্মাণের জন্য চিত্রনায়ক জায়েদ খান সাতক্ষীরা শ্যামনগরে নওয়াবেঁকী গণমূখী কার্যালয়ে এসেছেন। শনিবার (১৮ মার্চ) সকালে জায়েদ খানের আমন্ত্রণে শুটিং স্পটে আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
সংসদ সদস্য এসএম জগলুল হায়দার ও চিত্রনায়ক জায়েদ খানের একত্রিত হওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দী করা হয়। পরে এসএম জগলুল হায়দার চিত্রনায়ক জায়েদ খানকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী কৃষিখেত ঘুরে দেখান।
এ সময় এসএম জগলুল হায়দার ও জায়েদ খান “কৃষি নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” সংসদ সদস্য সম্মিলিত কণ্ঠে এই স্লোগান দেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও জায়েদ খানের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
এসএম জগলুল হায়দার তার ব্যক্তিগত ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, চিত্রনায়ক জায়েদ খান জগলুল হায়দারকে উদ্দেশ্য করে বলেন, এমপি জগলুল হায়দারকে সাইকেলে করে ঘুরে বেড়াতে দেখা যায়। আবার কখনো অসহায় এতিমদের সাথে খাদ্য খান। কখনো বা খেটে খাওয়া দিনমজুর শ্রমিকদের সাথে মাঠে বসে খাদ্য খান। মাঠের মধ্যে কাদায় নেমে ধান রোপণ করেন। শ্রমিকদের সাথে নদী খননে কাজ করেন। অসহায় মানুষের বাড়িতে খাবার নিয়ে হাজির হন, এমন অনেক দৃশ্য আমাকে অনুপ্রাণিত করেছে। তার নির্বাচনী এলাকায় শুটিংয়ের কাজে এসেছি তাই তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম শুটিং স্পটে আসার জন্য।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার ঢাকা পোস্টকে জানান, কৃষি নির্ভর বাংলাদেশ গড়ার জন্য নেত্রী ঘোষণা দিয়েছেন। প্রতি ইঞ্চি জায়গা চাষাবাদ করতে হবে। এক ইঞ্চি জায়গাও অনাবাদি রাখা যাবে না। এর ফলশ্রুতিতে পিকেএসপির কৃষি প্রাণ বৈচিত্র্যের ওপর একটি ডকুমেন্টরি করার জন্য আমার নির্বাচনী এলাকায় চিত্রনায়ক জায়েদ খান এসেছেন। জায়েদ খান আমাকে মোবাইল ফোনে আমন্ত্রণ জানিয়েছেন তার শুটিং স্পটে ঘুরে যাওয়ার জন্য। মূলত তার আমন্ত্রণে আমি শুটিং স্পটে এসেছি। আমার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছি তাকে। সুযোগ পেলে আসবেন বলে জানিয়েছেন তিনি।