রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ( ১৯ মার্চ) রবিবার দ্বারিয়াপুর মৎস্যজীবী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দ্বারিয়াপুর বাজারে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে, এতে ২১০ জন ভোটারের মধ্যে ২০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এ নির্বাচনে ৯ টি পদের মধ্যে ১ জন সহ-সভাপতি ও ১ জন কোষাধ্যক্ষ বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হন। বাকী ৭ টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদন্দীতা করেন এতে সভাপতি পদে আনিছুর রহমান( চেয়ার) প্রতিকে-১০২ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদন্দী লালন ব্যাপারী (ছাতা) প্রতিকে-৯২ ভোট পান।সাধারণ সম্পাদক পদে বাচ্চু ব্যাপারী( মই) প্রতিকে-১১৮ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদন্দী নান্নু ব্যাপারী (হরিণ) প্রতিকে-৭৩ ভোট পান। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে আল-আমিন (গোলাপ ফুল) প্রতিকে-১১৩ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদন্দী মোমিন ( মোরগ) প্রতিকে-৮৭ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে শাহিন ব্যাপারী ( কলস) প্রতিকে১৬২ ভোটে বিজয়ী হন তার নিকটতম প্রতিদন্দী আল-আমিন (খেজুর গাছ) প্রতিকে-২৭ ভোট পান। কার্যকরী সদস্য পদে আনু ব্যাপারী (টেবিল)প্রতিকে-১৪৩,জহুরুল ব্যাপারী (টেলিভিশন )প্রতিকে-৯৩ ,ও আব্দুল জলিল ব্যাপারী ( মোমবাতি) প্রতিকে-৯২ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন জেলা সমবায় সমিতির পরিদর্শক মোঃ ফরিদুল ইসলাম।
নির্বাচন কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবুর সার্বিক সহযোগিতায় নির্বাচন পরিচালিত হয়।