সাইফুর রহমান,জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বাটইশাইল গ্রামের কৃতিসন্তান মনসুর আহমদ লস্কর ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ভূমি অফিসার কল্যাণ সমিতি সিলেট জেলা সম্মেলনে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মনসুর আহমদ লস্কর পদবী পরিবর্তন, উন্নীত বেতন স্কেল বাস্তবায়ন এবং ২য় শ্রেনীর পদ-মর্যাদা প্রাপ্তির অন্যতম রুপকার। তিনি বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পৃষ্ঠপোষক, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিভাগীয় সভাপতি এবং সিলেট জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে সম্পৃক্ত থেকে সমাজের অবহেলিত মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন।
মনসুর আহমদ লস্কর সামাজিক সংগঠন চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও ইউএসডি ফাউন্ডেশনের সহসভাপতি।
তিনি একজন সালিশ ব্যক্তিত্ব, ন্যায় বিচারক ও পরোপকারী ভালো মনের মানুষ হিসেবে এলাকায় পরিচিত।
তাঁর কর্মময় বর্ণাঢ্য জীবনের সফলতা ও সুস্বাস্থ্যের সাথে দীর্ঘায়ু কামনা করি।