স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলার অধিনে পাংগাশিয়া ইউনিয়নে” আদর্শ পাংগাশিয়া “নামক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যেগে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
রবিবার সকাল ৯ ঘটিকায় ধোপারহাট বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে পৌছে দেয়া হয় ইফতার সামগ্রী।
এসময় গ্রুপের পক্ষে উপস্হিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য জনাব নুরুল হুদা ও মোঃ বেলায়েত হোসাইন।
অন্যান্যদের মধ্যে সাবেক সিনিয়র এডমিন মোঃ সোহাগ দফাদার। হাজী মোঃ জসিম,আরিফুজ্জামান মিলন,মোঃ শাহজাহান, মোঃ আরাফাত হোসেন,মোঃ নাইম খান ও বর্তমান (এডমিন প্রচার) শ্রাবন ইসলাম বেলাল। ঘরে ঘরে ইফতার সামগ্রী পেয়ে খুশীতে আত্মহারা অসহায় ও দুস্থ মানুষ।
অনুভুতি ব্যক্ত করতে গিয়ে মোঃ হানিফ মোল্লা বলেন -এভাবে ঘরে ঘরে ইফতার এর আগে কেউ দেয়নি।দীর্ঘদিন বিছানায় পরে আছি কেউ খোঁজ রাখেনা,আল্লাহ আপনাদের ভালো রাখুন।
উল্লেখ্য ২০১৭ সাল থেকে “আদর্শ পাংগাশিয়া ” অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তায় ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরন সহ ইদ ও শীতের মৌসুমে শীতবস্ত্র বিতরন করে আসছে। এলাকার যুবক,চাকুরিজীবী ও ছাত্রদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের মূল লক্ষ্য হলো
” ক্ষুধা ও ভিক্ষুক মুক্ত আদর্শ পাংগাশিয়া গঠন ”
বর্তমানে কার্যক্রম বেগবান করার ক্ষেত্রে সহায়তা করেছেন সম্মানিত উপদেষ্টাগন,বর্তমান এডমিন প্যানেল ও গ্রুপের সদস্যবৃন্দ।