নিজস্ব প্রতিবেদকঃ গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পশ্চিম পোগইল উত্তরপাড়া জামে মসজিদের ছাঁদ ঢালাই উদ্বোধন হয়েছে আজ।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাঁদ ঢালাই উদ্বোধন করেন।
এসময় মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মীর এম এম শামীম- এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান সাহান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার, গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি অধ্যক্ষ একেএম আব্দুর নূর, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহফুজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহেদুন্নবি সরকার, ইউ পি সদস্য পারভেজ মন্ডল, আজাদুল, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল মন্ডল, কোষাধ্যক্ষ আজাদুল মন্ডল, সহ কোষাধ্যক্ষ রোমান মন্ডল। এসময় এলাকা মসজিদের মুসল্লী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।