কুড়িগ্রাম প্রতিনিধিঃ জেলা সদরে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা মানব কল্যাণ সংস্থা ‘পড়শী ’নামক সংগঠনের উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও দু:স্থ শ্রেণির ৩শতধিক মানুষজনকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের উত্তর মধ্যকুমরপুরের ভাঙ্গড়ির বাজারে এসব উপহার সামগ্রী বিতরণ করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবি এডভোকেট আহসান হাবীব নীলু।মানব কল্যাণ সংস্থা পড়শীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমীন চৌধুরীর সভাপতিত্বে ও এমদাদুল হকের উপস্থাপনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট,পড়শীর সহ-সভাপতি শিক্ষানবীশ আইনজীবি এড.আতাউর রহমান,সাধারণ সম্পাদক ডা:এরশাদ আলী,আবু বকর সিদ্দিক,প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।