এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ কখনো না পৌছনোর চেয়ে দেরীতে পৌঁছানোয় শ্রেয়,,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্ভীগ্নে ঘরে ফেরা এবং সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে আজ সকাল ১১ টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের বাঁশা হাটি নামক স্থানে দূরপাল্লার চালক-হেলপার দের জন্য রিফ্রেশ ক্যাম্প এর শুভ উদ্ভধোন করেন জেলা পুলিশ সুপার কামাল হোসেন এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মাসুদ পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন,সি সার্কেল উদায় কুমার সাহা,গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন,গাইবান্ধা জেলা ডিবি অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান সরকার, গোবিগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ টি আই নূর,সার্জেন্ট অপূর্ব, মটর শ্রমীক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় দূর পাল্লার যানবাহনের চালক,হেলপার এবং যাত্রীদের মাঝে সচেতন মূলক লিপলেট বিতরণ ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।প্রখর এই রোদ্রময় ভেবসা আবহাওয়ায় চালক,হেলপার এবং যাত্রীরা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে নিজেদের সতেজ করতে রিফ্রেশ ক্যাম্পে থেমে হাত মুখ ধুয়ে পুনরায় গন্তব্যমূখী হয়।