হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ “একতায় শক্তি মানবিক বোধে মুক্তি” এই স্লোগান নিয়ে বাড়ি মেহেরপুর পরিবারের সদস্য এবং পরিচালনা পর্ষদের সমন্বয়ে, “বাড়ি মেহেরপুর” একটি ফেসবুক গ্রুপ সংগঠন এবারের ঈদের, ঈদ উপহার (নিত্য প্রয়োজনীয় খাদ্য বিতরণ) গ্রুপের অস্থায়ী কার্যালয় রুশি ফার্মেসি হাসপাতাল গেট মেহেরপুর থেকে প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ঈদ উপহার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাড়ি মেহেরপুর গ্রুপের এডমিন, আসাদুজ্জামান খান রাজ, সামস ই আলম, মিলি ইসলাম, মডারেটর মোঃ রিনু, এম. সোহেল রানা প্রমুখ।
এই বছরে ঈদ উপহার ১০০জনের মাঝে বিতরণ করা হয়। বাড়ি মেহেরপুর গ্রুপের প্রধান এডমিন, এমএম নুরুজ্জামান আমেরিকা প্রবাস থেকে সকলের প্রতি ঈদ শুভেচ্ছা প্রদান করেন। তারা বলেন- আপনাদের আন্তরিক উপস্থিতি, অনুষ্ঠানটিকে আরো সাফল্যমন্ডিত করে তুলছে, এটায় আমাদের কাম্য। খাদ্য বিতরণ তহবিলে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সুস্থ ও নিরাপদে থাকুন।