শেখ মারুফ হোসেন,কালীগঞ্জ,সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে ।
১৩ জুন মঙ্গলবার সকাল ১০ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে উপজেলা অভিহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ বুলবুল কবির এর সভাপতিত্বে ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সোবহান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রবীর মুখার্জি, উপজেলা টেকনিশিয়ান সমন্বয়কারী জিয়াউল হাসান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা এর হেলথ এন্ড নিউট্রিশন স্পেশালিস্ট মোক্তার হোসেন , উপজেলা স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার, উপজেলা ইপিআই টেকনিশিয়ান মোঃ মহিবুল্লাহ প্রমূখ। “ভিটামিন” এ” খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৮ জুন ২০২৩ রবিবার দেশব্যাপী ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন “এ” ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল সকাল ৮ হতে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত খাওয়ানো হবে। সভায় উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবাগত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল কবিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।