আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ আজ বুধবার (৯ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংগঠনিক সফরে যাওয়ার প্রাক্কালে বাঁশখালী মডেল মাদরাসায় যাত্রা বিরতি করেন মজলুম মুসলিম সিপাহসালার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির প্রিয় শায়খ মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। বরিশাল ঘটনার পর এটিই চট্টগ্রামে হুজুরের প্রথম সফর। এসময় মুজাহিদ কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জোবাইর আহমদ, বামুক চট্টগ্রাম দক্ষিণ জেলা সদর মাওলানা মোজাম্মিলুল হক, হুজুরের একান্ত সচিব আবু বকর ছিদ্দিক, শফকত হোসাইন চাটগামী, ইসলামী আন্দোলন নেতা মাওলানা আমির হোসাইন নাছিরী, বিশিষ্ট সংগীত শিল্পী মাওলানা আজগর হোসাইন ফাহিম, শিল্পী মাহমুদুল হাসান সায়েম, মডেল মাদরাসার হিফজ বিভাগীয় প্রধান মাওলানা হাফেজ মোবারক হোসাইন, শিক্ষক মাওলানা হাফেজ আমির হোসাইন, মুফতি নবীদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। হুজুর যাত্রা পথে মাদরাসায় কিছু সময় কাটান এবং চা চক্রে অংশ নেন। বাদ মাগরিব কক্সবাজারের উদ্দেশ্যে বাঁশখালী ত্যাগ করেন।