মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিপি প্রকল্পের সহযোগিতায় বগুড়া শেরপুরে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের স্কুল মিল্ক প্রোগ্রামের বিনামূল্যে শিশুদেকে পুষ্টিকর খাবার দুধ দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টায় কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২৫ জন শিক্ষার্থীদের মুখে পুষ্টিকর খাবার দুধ তুলে দেওয়া হয়েছে। আগামী ১৬০ দিন ২০০ মিলি পরিমাণের দুধ বিনামূল্যে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানার সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকা বগুড়া-৫ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
স্কুল মিল্ক প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে সমন্বয়কারী এবং সহযোগিতা হিসেবে ছিলেন শেরপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান পিএএ।
পুসাসের সভাপতি তাওহীদুল সুমনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল হাসান, সীমাবাড়ি ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী প্রমুখ। উদ্বোধনী এই অনুষ্ঠানে কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024