নলডাঙ্গা,নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ সহ শিক্ষার্থীদের সচেতন মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এসময় শতাধিক শিক্ষার্থী বাল্য বিবাহ কে না বলে লিফলেট প্রদর্শন করেন।
বুধবার সকাল ১১ টায় ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: রহিদুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পেইনে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা তথ্য আপা তথ্যসেবা কর্মকর্তা তৌহিদা হক।
এসময় উপস্থিত ছিলেন তথ্যসেবা সহকারী
মুস্তারী জাহান, মোছাঃ জাকিয়া সুলতানা, সহকারী শিক্ষক এসএম রাজু আহমেদ, ফারুক হোসেন প্রমুখ।
বক্তারা, বাল্য বিবাহের কারনে অল্প বয়সে মেয়েরা নানা হয়রানী এবং নির্যাতনের শিকার হচ্ছে। মেয়েদের শিক্ষার হার বেশি। সমাজ গঠনে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি। নিজেদের স্বাবলম্বী করে নারীদের দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।